বেরোবি শিক্ষকের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

 প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন   |   শিক্ষা

বেরোবি শিক্ষকের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ


সিদ্দিকুর রহমান (বেরোবি প্রতিনিধি) :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদের মাতা শামসুন্নাহার (২৬ জুলাই, ২০২৩) বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদের মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। বেরোবি শিক্ষক সমিতির পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়।



শিক্ষা এর আরও খবর: